নারীদের আইপিএলে যাচ্ছেন সালমা-সুপ্তা, নেই জাহানারা

স্পোর্টস ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ মে ১২, ১১:১৭ পূর্বাহ্ন

গত আসরে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন দুই জন। সালমা খাতুন ও জাহানারা আলম খেলেছিলেন নারীদের আইপিএল নামে পরিচিত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে।


তবে এবার আগ্রহের তালিকায় নেই জাহানারা।
 

আগের আসরে খেলা সালমা খাতুনকেই প্রথমে চেয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। পরে আগ্রহের তালিকায় যোগ হয়েছেন ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। এ দুজনকে অনাপত্তিপত্র দিচ্ছে বিসিবি, বিষয়টি বাংলা নিউজকে নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল ইসলাম চৌধুরী নাদেল।

 

তিনি বলেছেন, ‘প্রথমে শুধু সালমার ব্যাপারে আগ্রহ দেখিয়ে যোগাযোগ করেছিল আমাদের সঙ্গে। তবে এখন তারা আবার সুপ্তাকে চেয়েছে। আমরা দুজনকেই ইতোমধ্যে অনাপত্তিপত্র দিয়ে দিয়েছি। এখন তারা কে কোন দলে খেলবে এটা বিসিসিআই ঠিক করবে। ’

 

চলতি মাসেই পুনেতে বসছে এবারের উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। আগামী ২৩ থেকে ২৮ মে মাঠে গড়াবে এবারের আসর। আগেরবার সালমা খেলেছেন ট্রেইলব্লেজার্সের হয়ে। জাহানারার ঠিকানা ছিল ভেলোসিটি, এবার অবশ্য তাকে নিয়ে আগ্রহ দেখায়নি বিসিসিআই।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework