বুন্দেসলিগার ৬০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন কেইন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৪ মার্চ ১৭, ০৪:৩৬ অপরাহ্ন

বুন্দেসলিগার শিরোপা জয় নিয়ে বায়ার্ন মিউনিখের পক্ষে বাজি ধরার লোক এখন আর বেশি পাওয়ার কথা নয়। ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত অপরাজিত জাবি আলোনসোর বায়ার লেভারকুসেন।

বায়ার্ন শিরোপা জিততে পারুক আর না-ই পারুক, দলটির ইংলিশ তারকা হ্যারি কেইন একের পর এক গোলের রেকর্ড গড়ে যাচ্ছেন। ডার্মস্টাডের মাঠে গতকাল বায়ার্ন মিউনিখের ৫-২ ব্যবধানের জয়েও একটি গোল করেছেন কেইন। আর এই গোলেই বুন্দেসলিগায় আরেকটি গোলের রেকর্ড গড়েছেন তিনি।

এই নিয়ে বুন্দেসলিগার চলতি মৌসুমে ২৬ ম্যাচ খেলে ৩১ গোল হলো কেইনের। এর আগে বুন্দেসলিগায় অভিষেক মৌসুমে এত গোল করতে পারেননি আর কেউ। কেইন রেকর্ড বই থেকে মুছে দিয়েছেন জার্মান কিংবদন্তি উয়ে সিলারের নাম।

৬০ বছর আগে ১৯৬৩-৬৪ মৌসুমে হামবুর্গের হয়ে বুন্দেসলিগা অভিষেকে ৩০ গোল করেছিলেন সিলার।

কেইনের রেকর্ড গড়ার রাতে জোড়া গোল করেছেন জার্মানির তরুণ তারকা জামাল মুসিয়ালা। বায়ার্নের অধিনায়ক ম্যানুয়েল নয়্যার ম্যাচ শেষে প্রশংসায় ভাসিয়েছেন তাঁকে, ‘নিজেদের জন্য সুযোগ তৈরি করতে আমরা কঠিন পরিশ্রম করেছি এবং আমরা সেটা করতে পেরেছি। মাঠে পার্থক্য গড়ে দেওয়ার জন্য জামালের মতো খেলোয়াড় ছিল।

 

 


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework