মেসি-সুয়ারেজদের অ্যাসিস্টে ইন্টার মায়ামির জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ফেব্রুয়ারী ২২, ০৪:২৪ অপরাহ্ন

 

ইন্টার মায়ামির সময়টা মোটেও ভালো যাচ্ছিল না। প্রাক মৌসুম প্রস্তুতি পর্বে সাত ম্যাচ খেলে তারা জয়ের দেখা পেয়েছিল মাত্র একটি। তাই মেজর লিগ সকারের প্রথম ম্যাচের আগে কিছুটা দুশ্চিন্তা নিয়েই মাঠে নেমেছিল দলটি। তবে এদিন আর তারা হতাশ করেনি সমর্থকদের। দাপুটে এক জয় দিয়েই মায়ামি শুরু করেছে নতুন মৌসুম। আর তাতে আলো ছড়িয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

সল্ট লেকের বিপক্ষে বুধবারের ম্যাচটি মায়ামি জিতেছে ২-০ গোলের ব্যবধানে।

ম্যাচে গোলের দেখা পাননি মেসি। তবে আর্জেন্টাইন তারকা মায়ামির দুই গোলেই রেখেছেন অবদান। ম্যাচের ৩৯তম মিনিটে প্রথম গোলের দেখা পায় মায়ামি। গোলটি আসে টেলরের কাছ থেকে। মেসির পাস থেকেই গোল করেন তিনি।

দ্বিতীয় গোলেও মেসি রেখেছেন অবদান। মায়ামির দ্বিতীয় গোলটি আসে বিরতির পর ৮৩ তম মিনিটে । মাঝমাঠ থেকে একাই বল টেনে নিয়ে যান ডি-বক্সের কাছাকাছি। সেখান থেকে পাস দেন লুইস সুয়ারেজকে। সুয়ারেজ খুঁজে নেন গোমেজকে। প্যারাগুয়ের এই মিডফিল্ডারের বাকি কাজটা সারতে মোটেও ভুল করেননি। প্যারাগুয়ের মিডফিল্ডার নিখুঁত ফিনিশিংয়ে নিশ্চিত করেন দলের জয়।

 মেসি এদিন গোলের দেখা পেয়েও যেতে পারতেন। ১৬তম মিনিটে তার দারুণ এক ফ্রি কিক আটকে দেন সল্ট লেকের ডিফেন্ডার। 

এই ম্যাচটা বার্সেলোনার চার ফুটবলারের জন্য মিলনমেলাও ছিল। আগে থেকেই মায়ামিতে ছিলেন মেসি, সার্জিও বুসকেটস, ও জর্ডি আলবা। চলতি মৌসুমে দলটিতে যোগ দিয়েছেন লুইস সুয়ারেজ। প্রীতি ম্যাচ গুলোতে একসাথে মাঠে নামলেও প্রতিযোগিতামূলক ম্যাচে এটাই ছিল তাদের একসাথে প্রথম ম্যাচ। একসাথে মাঠে নেমে তারা সেটা জয় দিয়েই রাঙিয়েছে।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework