চিনির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২৩ মার্চ ১৯, ০২:০০ অপরাহ্ন

বেশ কিছু দিন ধরেই দেশের চিনির বাজার অস্থির। তাই রমজান মাসে সাধারণ জনগণকে স্বস্তি দিতে চিনি আমদানি শুল্ক ছাড় দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এতে চিনির দাম কেজিতে ৫ টাকা পর্যন্ত কমাতে রাজি হয়েছেন ব্যবসায়ীরা। এমনটাই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (১৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের ৬ষ্ঠ সভা শেষে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেছেন, শুল্ক ছাড় দেয়ায় চিনির দাম কেজিতে ৫ টাকা কমাতে সম্মত হয়েছে ব্যবসায়ীরা। শুল্ক কমানোর ফলে প্রতি কেজি চিনিতে সাড়ে ৪ টাকার মতো কমানো যাবে। তবে আমরা ব্যবসায়ীদের চিনির দাম কেজিতে ৫ টাকা কমানোর অনুরোধ করেছি। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন।’

ফলে রমজানের প্রথম সপ্তাহেই চিনির দাম কেজিতে ৫ টাকা কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

টিপু মুনশি বলেন, ‘চিনির যে শুল্ক ছাড় দেয়া হয়েছে, সেই সুবিধা এখনো পাওয়া যায়নি। শুল্ক ছাড়ের চিনি কয়েকদিনের মধ্যেই বাজারে আসবে।’

তিনি বলেন, ‘আগামীকাল (২০ মার্চ) থেকে আমরা বাজার নজরদারি করব। ট্যারিফ কমানোর পর বাজারে কি প্রভাব পড়ছে, সেদিকে নজর রাখা হচ্ছে।’

ব্যবসায়ীদের কাছে তেল ও চিনি যথেষ্ট পরিমাণে রয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework