মঙ্গলবার, ২০২৫ আগস্ট ০৫, ২০ শ্রাবণ ১৪৩২
#
জাতীয় জাতীয়

জার্মানির চ্যান্সেলর ওলাফ শ্লোজের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেক্স
প্রকাশিত : রবিবার, ২০২৪ ফেব্রুয়ারী ১৮, ১০:২৬ পূর্বাহ্ন
#

মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪-এর সাইড লাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শ্লোজের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জার্মানির মিউনিখে এমএসসি কনফারেন্স ভেন্যু হোটেল বেইরিশার হফ-এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই নেতা দেশগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

বৈঠককালে তারা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন।

সফর শেষে প্রধানমন্ত্রী ১৯ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video