নৌপথে পণ্য পরিবহনে ভাড়া বাড়ল ১৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ নভেম্বর ১৭, ০২:১৩ অপরাহ্ন

ডিজেলের দাম বৃদ্ধির জেরে চট্টগ্রাম বন্দর থেকে নৌপথে সারা দেশে পণ্য পরিবহন করতে ১৫ শতাংশ ভাড়া বাড়িয়েছে লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি)।

ডব্লিউটিসি সূত্রে মতে, সোমবার (১৫ নভেম্বর) ঢাকায় একটি হোটেলে জাহাজমালিক, পণ্যের এজেন্ট ও স্থানীয় এজেন্টদের এক বৈঠকে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়। মঙ্গলবার (১৬ নভেম্বর) এ বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছে সংস্থাটি।

চট্টগ্রাম বন্দর দিয়ে নৌপথে আমদানি হওয়া পণ্য ঢাকাসহ নারায়ণগঞ্জ, মেঘনা, মুক্তারপুর, কাঁচপুর, আলীগঞ্জ ও নিতাইগঞ্জ এলাকায় সবচেয়ে বেশি নেওয়া হয়। আগে প্রতি টন পণ্য পরিবহনের ভাড়া ধরা হতো ৪১৫ টাকা, যা ১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৭৭ টাকা হয়েছে।


এ বিষয়ে জাহাজের মাস্টার ও জাহাজ পরিচালনাকারীরা বলেছেন, চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে দেড় হাজার টন পণ্য পরিবহন করতে একটি জাহজের প্রায় তিন হাজার লিটার ডিজেল প্রয়োজন হয়। সেক্ষেত্রে প্রতি লিটারে ডিজেলের দাম ১৫ টাকা বাড়ায় প্রতি যাত্রায় ৪৫ হাজার টাকা ব্যয় বেড়েছে।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর নৌপথে পণ্য পরিবহনের বড় কেন্দ্রস্থল। গত ২০২০-২১ অর্থবছরে লাইটার জাহাজে করে বন্দরের বহির্নোঙর থেকে সোয়া ছয় কোটি টন আমদানি পণ্য সারা দেশে নেওয়া হয়েছে।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework