মঙ্গলবার, ২০২৫ আগস্ট ০৫, ২০ শ্রাবণ ১৪৩২
#
জাতীয় জাতীয়

হলুদ-লাল পোশাকে প্রিয়জনকে নিয়ে হাজির সকলে। আর ফুটিয়ে তুলবে বাঙালি সংস্কৃতির বর্ণিল আয়োজন

বিশ্ব ভালোবাসা দিবসে জনতার শ্রোত চট্টগ্রাম ডিসি পার্কে, পরিবারকে নিয়ে এসেছেন অনেকে

রতন বড়ুয়া
প্রকাশিত : বুধবার, ২০২৪ ফেব্রুয়ারী ১৪, ০৪:১৮ অপরাহ্ন
#
বিশ্ব ভালোবাসা দিবস আর বসন্তে উৎসবে চট্টগ্রাম ডিসি পার্কে ছবি তুলছেন দুই বান্ধবী

আজ বিশ্ব ভালোবাসা দিবস আজ বসন্তের প্রথম দিন। বসন্তের রং আর ভালোবাসায়  একাকার হওয়ার দিন।
আজ পহেলা ফাল্গুন। পুরনো দিনের জরাজীর্ণতাকে ছুড়ে ফেলে নতুনত্বকে আলিঙ্গনের দিন।
বসন্ত ও ভালোবাসা দিবসে সবচেয়ে বর্ণিল আজ চট্টগ্রামের ডিসি পার্ক ।  সকাল থেকে  ঢল নামে সহস্র তরুণ-তরুণীর। আবালবৃদ্ধবনিতা বাদ যাবে না কেউ। হলুদ-লাল পোশাকে প্রিয়জনকে নিয়ে হাজির  সকলে। আর ফুটিয়ে তুলবে বাঙালি সংস্কৃতির বর্ণিল আয়োজন।
একটা গোলাপ ফুল, চকোলেট, ক্যান্ডি, ছোট্ট চিঠি আর তাতে দুকলম লেখা থাকে হে প্রিয়তমা বা প্রিয়তম তোমাকে অনাবিল ভালোবাসা দিলাম ।
বসন্ত মানেই নতুন কলেবর। বসন্ত মানেই পূর্ণতা। তরুণ-তরুণীর বাসন্তী সাজ বাংলার রাজপথ, পার্ক সর্বত্র স্থানকে রঙিন করে তুলবে। বসন্ত বরণ উপলক্ষে আজ  আয়োজন করা হবে বিভিন্ন অনুষ্ঠানের। একইসঙ্গে বসন্ত ও ভালোবাসার দিনটি অনেকে উদ্যাপন করবেন নিজেদের মতো করে।
এ ভালোবাসা শুধুই প্রেমিক আর প্রেমিকার জন্য নয়। মা-বাবা, স্বামী-স্ত্রী, ভাইবোন, এমনকি বন্ধুর
জন্যও ভালোবাসার দিন । বিভিন্ন আয়োজন ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দিন ঘোরাঘুরি করে কাটাবে ভালোবাসার মানুষগুলো। বিভিন্ন রঙের পোশাক আর সাজসজ্জায় ভালোবাসার দিনটি যেন বর্ণিল রঙে রঙিন করে তুলবেন ভালোবাসার মানুষগুলো।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video