ভারত-পাকিস্থানীদের চেয়ে বাংলাদেশিরা বেশি সুখী

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২২ মার্চ ১৯, ১০:৪৩ পূর্বাহ্ন

বিশ্বের সুখী দেশগুলোর তালিকায় প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্থানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তালিকায় বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে কেবল নেপাল। এছাড়া পর পর পাঁচ বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের শীর্ষ অবস্থানে আসন গেড়ে আছে ফিনল্যান্ড। আজ শুক্রবার (১৮ মার্চ) জাতিসংঘের সৌজন্যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট নামে এক বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থানও আগের চেয়ে কিছু ভালো হয়েছে।

এবার দশম বছর পূর্ণ হচ্ছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের। মানুষের সুখের নিজস্ব মূল্যায়ন, সেইসাথে অর্থনৈতিক ও সামাজিক তথ্যের উপর ভিত্তি করে এই প্রতিবেদনটি তৈরি করা হয়। এতে তিন বছরের সময়ের মধ্যে গড় পরিসংখ্যানের ওপর ভিত্তি করে শূন্য থেকে ১০ মাত্রা নির্ধারণ করে সুখের স্কোর নির্ধারণ করা হয়।

গ্যালাপ ভোটের ওপর ভিত্তি করে ব্যক্তিগত কল্যাণের অনুভূতি, মোট জাতীয় উৎপাদন, সামাজিক সমর্থন, ব্যক্তিগত স্বাধীনতা ও দুর্নীতির মাত্রা বিবেচনা করে প্রতিটি দেশের সুখের মাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি বছর প্রতিবেদনের লেখকরা করোনা মহামারি আগে ও পরে মানুষের আবেগ তুলনা করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংগৃহীত পরিসংখ্যান ব্যবহার করেছেন। দেখা গেছে, ১৮টি দেশে ‘উদ্বেগ ও দুঃখবোধ বেড়েছে তীব্র মাত্রায়, কিন্তু রাগের অনুভূতি কমে গেছে।

ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে, বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হলো আফগানিস্তান। এরপরই রয়েছে লেবাননের অবস্থান। সুখী দেশের তালিকায় সার্বিয়া, বুলগেরিয়া এবং রোমানিয়ার উন্নতি হলেও লেবানন, ভেনেজুয়েলা এবং আফগানিস্তানের বড় পতন হয়েছে।অর্থনৈতিক সংকটে ভোগা লেবানন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ১৪৭ দেশের মধ্যে ১৪৬ নম্বরে রয়েছে। আর এ তালিকার তলানিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। তালেবান ক্ষমতায় আসার পর দেশটিতে মানবিক সংকট আরও ঘনীভূত হয়েছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই শীতে সহায়তা না পেলে পাঁচ বছরের কম ১০ লাখ শিশু আফগানিস্তানে মারা যেতে পারে।এবারের সুখী দেশের তালিকায় শীর্ষে রয়েছে উত্তর ইউরোপের দেশগুলো। তালিকায় ফিনল্যান্ডের পরই আছে ডেনমার্ক, সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডস। এই তালিকায় তিন ধাপ এগিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অবস্থান এখন ১৬। আর যুক্তরাজ্যের অবস্থান ১৫। ফ্রান্সের অবস্থান সুখী দেশের তালিকায় ২০। বাংলাদেশ আছে তালিকার ৯৪ নম্বরে। সে হিসেবে বাংলাদেশের অবস্থান সাত ধাপ এগিয়েছে। তালিকায় ১৪৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৪তম।

সুখের মাত্রা বিবেচনায় ১০ এর মধ্যে বাংলাদেশের স্কোর ৫ দশমিক ১৫৫। তালিকায় নেপালের অবস্থান ৮৪তম। দেশের সুখের স্কোর ৫ দশমিক ৩৭৭। সুখী দেশগুলোর এই তালিকায় ভারতের অবস্থান ১৩৬তম। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান অবশ্য ভারতের চেয়ে অনেক বেশি সুখী। এই তালিকায় পাকিস্তান রয়েছে ১২১ নম্বরে


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework