রওশনের বাদ পড়া চারজন প্রেসিডিয়াম সদস্যকে পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে


প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ফেব্রুয়ারী ০১, ০৬:১৩ অপরাহ্ন

অনলাইন ডেক্স : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান বেগম রওশন এরশাদের ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক আগের কমিটি থেকে বাদ পড়া চারজন প্রেসিডিয়াম সদস্যকে পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) জাপার মুখপাত্র সুনীল শুভরায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


জাপার প্রেসিডিয়াম সদস্য হিসাবে যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা হলেন, অধ্যাপক দেলোয়ার হোসেন খাঁন (চাঁদপুর), গোলাম সরোয়ার মিলন (মানিকগঞ্জ), ফখরুজ্জামান জাহাঙ্গীর (রংপুর) এবং জাফর ইকবাল সিদ্দিকী (নীলফামারী)।  

এছাড়া পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে যাদের অব্যাহতি দেওয়া হয়েছিল কিংবা বহিষ্কার করা হয়েছিল, তারা সবাই স্ব-স্ব পদে বহাল থাকবেন বলেও পার্টি চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework