রাউজানের উরকিরচর কেরানীহাট শিরিষতলায় কাল বর্ষবরণ অনুষ্ঠান

রাউজান প্রতিনিধি
প্রকাশিত : শনিবার, ২০২৪ এপ্রিল ১৩, ১১:০৪ পূর্বাহ্ন

আগামী কাল ১৪ এপিল ২০২৪ খ্রী.রবিবার বাংলা নববর্ষ বরণ উপলক্ষে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়ন পরিষদের ব্যবস্হাপনায় ঐতিহ্যেবাহী কেরানী হাট শিরীষ তলায় লোকজ সাংস্কৃতিক অনুষ্টান ও বৈশাখী মেলার আয়োজন করা হয়ে।বিকাল ৪.০০থেকে রাত ১০.৩০ মিনিট পর্যন্ত অনুষ্টানে উরকিরচর ইউনিয়নের বিভিন্ন সংগঠনের শিল্পী বৃন্দ সংগীত,নৃত্য কবিতা আবৃত্তি পরিবেশন করবেন।এ ছাড়াও টেলিভিশন, বেতারের আমন্ত্রিত শিল্পীরাও সংগীত এবং নৃত্য পরিবেশন করবেন।অনুষ্টান উপলক্ষে কেরানী হাট শিরীষ তলা এখন বনাঢ্য সাজে সেজেঁছে।উল্লেখ্য বিগত কিছুদিন আগে রাউজানের গনমানুষের অভিভাবক, রাউজান থেকে বার বার নিবাচিত সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এম পি । কেরানী হাটের মাঝখানে প্রাচীন রেন্টি গাছতলাকে শিরীষ তলা নামকরন করেন।
উদযাপন পরিষদের আহ্বায়ক, ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল ও সচিব নাট্যজন রুপায়ন বড়ুয়া কাজল বর্ষ বরণ অনুস্টান ও বৈশাখী মেলায় সবাইকে উপস্হিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework