সব বোর্ডে এসএসসির সোমবারের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২৩ মে ১৪, ০৩:০৪ অপরাহ্ন

সব বোর্ডে এসএসসি ও সমমানের সোমবারের (১৫ মে) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার (১৪ মে) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় মোখার কারণে আগেই ৬ শিক্ষাবোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।  কিন্তু সোমবার (১৫ মে) অনুষ্ঠেয় পরীক্ষায় সব বোর্ডের প্রশ্নপ্রত্র অভিন্ন। সে কারণে এদিনের সব বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষা কবে নেওয়া হবে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আর ১৬ মে থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework