বাঘাইছড়িতে ঘর পাচ্ছেন ৮০ পরিবার

জগৎ দাশ, বাঘাইছড়ি প্রতিনিধি
প্রকাশিত : সোমবার, ২০২৩ মার্চ ২০, ০৪:২০ অপরাহ্ন

রাঙামাটির বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য চতুর্থ পর্যায়ে নতুন ঘর পাচ্ছেন ৮০ পরিবার।

আগামী ২২ মার্চ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এসব ঘরের উদ্বোধন ও হস্তান্তর করবেন।

সোমবার (২০ মার্চ ) সকাল ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, বাঘাইছড়িতে নতুন ৮০ টি চলমান ১০০ টি ঘর সহ এযাবৎ মোট মোট ৩৩০ টি ঘর তৈরি করে সম্পন্ন করা হয়েছে। এসব ঘরের উপকার ভোগীদের মধ্যে একতৃতীয়াংশ শারিরীক প্রতিবন্ধি এবং স্বামী প্ররিত্যাক্তা অসচ্ছল পরিবার রয়েছেন । নতুন করে হস্তান্তর হতে যাওয়া ৮০টি ঘরের মধ্যে প্রতিবন্ধি ১৩ জন, স্বামী পরিত্যক্তা ৩ জন, বিধবা ৮ জন এবং হিজরা আছেন ১ জন। 

প্রধানমন্ত্রীর উপহারের এসব ঘর পেয়ে পাহাড়ের অসহায় পরিবার গুলো বেজায় খুশি। বাঘাইছড়ি পৌরসভার ২ নং ওয়াডের বাসিন্দা কদ্দুস ও তার পরিবার দুজনেই শারীরিক প্রতিবন্ধি থাকতেন তার বোনের বাসায় এখন তার মাথা গোজার ঠাই হয়েছে। তার অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে অজোরে কেঁদেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

মারিশ্যা ইউনিয়নের ৭০ উর্ধ বড় খোলা চাকমা অসুস্থ পরিবার নিয়ে থাকতেন প্রতিবেশীর বারান্দায় প্রধানমন্ত্রীর সৌজন্যে এবার তারও দুই শতাংশ জমি সহ মাথা গোজার ঠাই হয়েছে। বাঘাইছড়িতে এমন অনেক ভূমি হীন ও গৃহহীন পরিবারের মাথা গোঁজার ঠাঁই হয়েছে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে।
 


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework