শনিবার, ২০২৫ আগস্ট ১৬, ১ ভাদ্র ১৪৩২
#
জেলা-উপজেলা জেলা-উপজেলা

বাবার লাঠির আঘাতে ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ এপ্রিল ১৮, ১১:৪৪ পূর্বাহ্ন
#

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় বাবার লাঠির  আঘাতে সজিব মিয়া (১২) নামের ছেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। 

রোববার (১৭ এপ্রিল) রাতে তার মৃত্যু হয়। নিহত সজিব মিয়া উপজেলার কাচঁপুর ইউনিয়নের বেহাকৈর এলাকার রুবেল মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে নিহতের দাদির সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে বাবা ছেলেকে পেটের মধ্যে এলোপাথাড়ি লাথি ও লাঠি দিয়ে পেটান। 

এক পর্যায়ে ছেলের নাক ও কান দিয়ে রক্ত ঝরতে থাকলে তাকে স্থানীয় একটি ক্লিনিক নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বাবাকে আটকের পর পুলিশ জানায়, তিনি মাদকাসক্ত বলে ধারণা করা হচ্ছে। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে বাবা ছেলেকে পিটিয়ে আহত করার পর তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video