ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-সিএনজি অটোরিক্সার সংঘর্ষ, নিহত ৩


প্রকাশিত : শুক্রবার, ২০২১ ডিসেম্বর ১৭, ১১:৫৫ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে অটোরিক্সার ৩ যাত্রী নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বৈশামুড়া এলাাকায় এ ঘটনা ঘটে। ওই ঘটনায় ২ জন আহত হয়েছে।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজালাল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হচ্ছেন জাহাঙ্গীর মিয়া(৩৫), মাহফুজ মিয়া (৩২) ও আমজাদ(৩০)। তারা সবাই ইট ভাটার শ্রমিক। নিহতদের বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ প্রশাসনের সূত্রে জানা যায়, ফজরের আজানের পর শাহবাজপুর বাসষ্ট্যান্ড থেকে ইটভাটায় কাজ করার জন্য যাবার সময় বৈশামুড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজি অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে হাইওয়ে থানায় নিয়ে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework