মাংস নিয়ে ঝগড়ার জেরে ৩ সন্তান নিয়ে মায়ের বিষপান, শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ জুলাই ২২, ০৬:৪১ অপরাহ্ন

কক্সবাজারের মহেশখালীতে কোরবানির মাংস নিয়ে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির জেরে ৩ সন্তানকে নিয়ে বিষপান করেছেন মা। এতে ১৪ মাস বয়সী মায়নুরের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (২১ জুলাই) রাতে মহেশখালীর সিপাহী পাড়া এলাকায় ইয়ার মোহাম্মদের বাড়িতে ঘটনাটি ঘটেছে।

জানা যায়, ইয়ার মোহাম্মদের বোনের বাসা থেকে কোরবানির মাংস দেওয়া হলে সেটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দুপুরে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই স্বামীর সাথে অভিমান করে রাত সাড়ে ১০টার দিকে ঘরের দরজা বন্ধ করে ৩ সন্তান রাকিব (৫), নাফিজা (৩), মাইনুরকে (১৪ মাস) বিষ খাইয়ে দিয়ে নিজেও বিষ পান করেন মুরশেদা আক্তার।

পরে স্থানীয়রা ছেলে-মেয়েদের কান্নাকাটির আওয়াজ শুনে চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১৪ মাসের শিশু মায়নুরকে মৃত ঘোষণা করেন। অন্যরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বিষপান করা মুর্শেদার স্বামী ইয়ার মোহাম্মদ কোরবানির মাংস নিয়ে কথা কাটাকাটি নিয়ে সন্তানদের নিয়ে স্ত্রীর বিষপানের কথা স্বীকার করেছেন। এসময় তিনি বাড়িতে ছিলেন না বলে জানান।

মহেশখালীর থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল বলেন, মহেশখালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework