শ্বশুর বাড়িতে পিস্তল-গুলি-চাকু নিয়ে এলেন জামাই

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২৩ মার্চ ০৪, ০২:৩১ অপরাহ্ন

বরিশালের হিজলায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে বিদেশি পিস্তল, ম্যাগজিন, সাত রাউন্ড গুলি ও গিয়ার চাকুসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ মার্চ) রাতে ওই অস্ত্র দিয়ে স্ত্রীকে ভয় দেখানোর সময় তাকে আটক করা হয়।

আটক কামাল হোসেন (৩২) উপজেলার চর মেমানিয়া গ্রামের মৃত জলিল সরদারের ছেলে। তিনি গাজীপুরের পূর্ব টঙ্গীর থানার এরশাদনগর এলাকায় থাকতেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুছ মিয়া বলেন, মেমানিয়া ইউনিয়নের বাদুরী গ্রামের শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন কামাল। স্ত্রী পরকিয়ায় জড়িত সন্দেহ করে ঝগড়া করেন কামাল। রাত ১টার দিকে সে প্রথমে চাইনিজ গিয়ার চাকু বের করে আত্মহত্যার হুমকি দেয়। পরে বিদেশি পিস্তল বের করে। তখন কামালের শ্বশুর বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ খবর পেয়ে কামালকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে পিস্তল, গুলি ও চাকু জব্দ করা হয়।

উপজেলার মেমানিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন জানান, কামাল টঙ্গী এলাকায় ইলেকট্রিশিয়ানের কাজ করেন। স্ত্রীকে নিয়ে সেখানে থাকতেন। দাম্পত্য কলহের কারণে বাড়িতে অস্ত্র নিয়ে এসেছে। ওই অস্ত্র সে কুড়িয়ে পেয়েছে বলে জানিয়েছেন।

ওসি ইউনুস মিয়া আরও বলেন, বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, সাত রাউন্ড গুলি ও গিয়ার চাকু উদ্ধারের ঘটনায় আইনানুগ ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework