সাংবাদিককে পিটিয়ে সংবাদ প্রকাশ না করতে হুমকি

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ Jun ১৬, ১১:৪৪ পূর্বাহ্ন


লালমনিরহাটের কালীগঞ্জে সাব্বির আহমেদ নামের এক সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করেছে একটি ক্যাডার গ্রুপের সদস্যরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাব্বির আহমেদ বাংলাদেশ সমাচার পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত। কালীগঞ্জ থেকে সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে তার উপর এই সন্ত্রাসী হামলা চালায় এলাকার চিহ্নিত কাদের ও গফুরের নেতৃত্বে থাকা ওই ক্যাডার গ্রুপের সদস্যরা।

সংবাদকর্মী সাব্বির আহমেদ জানান, বুধবার বিকাল পাঁচটার দিকে সংবাদ সংগ্রহ করে গ্রামের বাড়ি ফেরার পথে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রহবি গ্রামে পৌছালে ৪/৫ জন সন্ত্রাসী অস্ত্র, লাঠি নিয়ে তার গতিরোধ করে। তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করে।

এক পর্যায়ে তারা ওই সাংবাদিকের সাথে থাকা ক্যামরা, নগদ টাকাসহ বেশ কিছু তথ্য সম্বলিত কাগজপত্র ছিনিয় নেয় এবং ক্যামেরাটি ভেঙ্গে ফেলে।

এসময় ওই ক্যাডার বাহিনীর সদস্য কাদের ও গফুর সাংবাদিক সাব্বির আহমেদকে তাদের কোন সংবাদ প্রকাশ করলে প্রাণনাশের হুমকি প্রদান করে বলেও জানান সাব্বির।

খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও এলাকার মানুষ তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনা জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যম সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তারা অনতিবিলম্বে ঘটনার সাথ জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটি এম গোলাম রসুল বলেন, ঘটনাটি আমি শুনেছি। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework