স্ত্রীর মামলায় কারাগারে যুবলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ নভেম্বর ০৮, ১২:২৩ অপরাহ্ন

 সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল মোল্লাকে স্ত্রীর করা নারী নির্যাতন ও যৌতুকের মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়া আইনজীবীর সহকারীকে আদালত পারায় হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এই যুবলীগ সোহেলের বিরুদ্ধে।

সোমবার (০৭ নভেম্বর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঢাকা-১ এর আদালত থেকে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

রাত ৯ টার দিকে কারাগারে পাঠানো বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী প্রণব কান্তি ভৌমিক। তিনি বাংলানিউজকে বলেন, সোহেল মোল্লার স্ত্রী তাজনুর আক্তারের করা মামলার আজ শুনানির দিন ধার্য ছিল৷ সেজন্য তাকে আদালতে আসতে হয়েছে। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তার সহকারীকে হুমকি দেওয়ার ব্যপারে জিজ্ঞেসা করলে তিনি বলেন, আদালত শেষ সোহেল মোল্লাকে কারাগারে নেওয়ার পথে আমার সহকারী ও ছেলে অর্ণব ভৌমিককে দেখে নেওয়ার হুমকি দেন তিনি৷ আমি বিষয়টি নিয়ে কাল আদালতে উপস্থাপন করবো। সেখান থেকে কোনো সমাধান না পেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করবো।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework