স্বামীকে ধরতে যাওয়ায় ৩ পুলিশকে কোপালেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২৩ ফেব্রুয়ারী ২৭, ১২:৫৭ অপরাহ্ন

নারী নির্যাতন মামলার আসামি ধরতে গিয়ে বঁটির আঘাতে আহত হয়েছেন বাড্ডা থানার পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

আহতরা হলেন পরিদর্শক (অপারেশনস) নূরে আলম মাসুম সিদ্দিকী, এসআই রাসেল পারভেজ ও এএসাআই আমির আফজাল। গ্রেপ্তার করা হয়েছে রাইসুল ইসলাম ও তাঁর স্ত্রী তাহেরাকে।

ওসি বলেন, ‘ভাটারা এলাকায় নারী নির্যাতন মামলার আসামি ধরতে গেলে তাঁর স্ত্রী পুলিশের ওপর হামলা করেন। এতে আমাদের তিনজন আহত হয়েছেন। তিন পুলিশ সদস্যকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা এখন সুস্থ।’ 

আহত পরিদর্শক নূরে আলম মাসুম বলেন, ‘রাইসুল তাঁর পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের নামে প্রতারণা, যৌতুক নেওয়ার ফাঁদ পেতে বসেছিলেন। তথ্য গোপন করে একাধিক বিয়ে করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। একপর্যায়ে নারী নির্যাতনের মামলা করেন এক স্ত্রী। মামলার আসামি পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এমন তথ্যে আমরা তাঁকে গ্রেপ্তারে ভাটারা থানা এলাকায় যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে রাইসুল ও তাঁর আরেক স্ত্রী আমাদের ওপর আক্রমণ করেন। আমরা এতে আহত হলেও রাইসুল ও তাঁর স্ত্রী তাহেরাকে গ্রেপ্তার করেছি।’

মাসুম বলেন, ‘তাঁদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ এনে ভাটারা থানায় আরেকটি মামলা হয়েছে।’


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework