ভেঙে গেল অনুপম রায়ের দ্বিতীয় সংসারও

বিনোদন প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ নভেম্বর ১১, ০৩:৩০ অপরাহ্ন

দ্বিতীয়বার বিবাহ বিচ্ছেদের পথে হাঁটলেন সঙ্গীতশিল্পী অনুপম রায়। স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে ডিভোর্সের কথা ঘোষণা করলেন সামাজিক মাধ্যমে।

টুইটারে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করে এ সঙ্গীতশিল্পী জানান, পিয়া আর স্ত্রী হয়ে নয়, ঘনিষ্ঠ বন্ধু হয়েই তার চলার পথে সঙ্গী হবেন।  

২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম। এটি তার দ্বিতীয় বিয়ে। শোনা যায়, একই কলেজে পড়ার সুবাদে দু’জনের পরিচয়। প্রথমে বন্ধুত্ব, পরে প্রেম। সেই প্রেম পরিণতি পাওয়ার ছয় বছরের মাথায় বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করলেন অনুপম রায়।

অনুপম জানান, মতানৈক্য ও ভাবনার পার্থক্যের কারণে আলাদা হচ্ছেন তারা। পথে পিয়ার সঙ্গে এই সংক্ষিপ্ত পথচলা তিনি আজীবন মনে রাখবেন। তাই স্বামী-স্ত্রী হয়ে নয়, বন্ধু হয়ে তারা একে অপরের পাশে থাকবেন।  

টুইটারে নিজের বন্ধু, পরিবার এবং অত্যন্ত ঘনিষ্ঠদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন অনুপম। লেখেন, যাতে আগামী দিনেও পিয়া এবং তার পাশে থাকেন। অনুরাগীদের কাছেও অনুপমের আবেদন, যাতে তারাও বিবাহ বিচ্ছেদকে সম্মানের সঙ্গে দেখেন।  

অনুপমের এই ঘোষণার প্রায় ৩০ মিনিট পর পিয়াও ইনস্টাগ্রামে বিবাহবিচ্ছেদ নিয়ে হুবহু একই বক্তব্য প্রকাশ করেন।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework