মুকেশ আম্বানিকেও টেক্কা দেবেন এই ৫ তারকা, যাদের রয়েছে প্রাইভেট জেটও(ভিডিও)

বিনোদন ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ Jun ২০, ১১:৩০ পূর্বাহ্ন

বলিউড ইন্ডাস্ট্রি মানেই গ্ল্যামার ওয়ার্ল্ড। এই জগতের প্রতিটি শিল্পী বা তারকারা সম্পদ এবং খ্যাতির পাশাপাশি জনপ্রিয়তায়ও স্বীকৃত। বলিউডে এমন অনেক তারকরা আছেন যারা চলচ্চিত্র জগৎ থেকে এত অর্থ উপার্জন করেছেন, যা আগামী কয়েক প্রজন্ম নিশ্চিন্তে বিলাসবহুল জীবন কাটাতে পারবে।

 

বর্তমানে তারা বিশাল সম্পদের মালিক। তাদের বিলাসবহুল বাংলো, দামি গাড়ির পাশাপাশি নিজস্ব ‘প্রাইভেট জেট’ও রয়েছে। এই অঘাত সম্পদের মালিকানার তালিকায় রয়েছে বলিউডের এই তারকরা।


অক্ষয় কুমার : বলিউডের খিলাড়ি এবং প্রবীণ অভিনেতা অক্ষয় কুমার কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করছেন। অক্ষয় কুমার বিশাল সম্পত্তির মালিক এবং খবর অনুযায়ী তিনি ২৬০ কোটি টাকা মূল্যের একটি ব্যক্তিগত জেটের মালিক।


 

বিজ্ঞাপন


অজয় দেবগন : অজয় দেবগন একজন বিখ্যাত বলিউড অভিনেতা। জানা যায়, তার দামী গাড়ির একটি বড় সংগ্রহ রয়েছে। মার্সিডিজ এবং অডি ছাড়াও তার নিজস্ব ব্যক্তিগত জেট রয়েছে। যেটা তিনি শুটিং এবং ব্যক্তিগত ভ্রমণের জন্য ব্যবহার করেন।
 
প্রিয়ঙ্কা চোপড়া : বলিউড থেকে আন্তর্জাতিক স্তরে নিজের ক্যারিয়ার গড়ে তোলা প্রবীণ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়ার সম্পদের কোন অভাব নেই। জানা যায়, প্রিয়াঙ্কা তার ব্যক্তিগত ভ্রমণের জন্য নিজেস্ব জেট ব্যবহার করেন।

অমিতাভ বচ্চন : প্রবীণ বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের বিষয়ে আলাদা কিছু বলার প্রয়োজন রাখে না। তিনি প্রচুর অর্থ ও সম্পদের মালিক। সমস্ত রকম বিলাসিতার পাশাপাশি অমিতাভ বচ্চনের নিজস্ব বিলাসবহুল প্রাইভেট জেটও রয়েছে।

শিল্পা শেট্টি : বলিউডের ফিট এবং গ্ল্যামারাস অভিনেত্রী শিল্পা শেট্টির আজ অঘাত সম্পদের সাথে বিলাসবহুল জীবন যাপন করছেন। খবর অনুযায়ী, শিল্পা তার ব্যক্তিগত ভ্রমণের জন্য নিজস্ব জেট ব্যবহার করেন।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework