‘বজরঙ্গী ভাইজান’র রেকর্ড ভাঙল ‘আরআরআর’

বিনোদন ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ এপ্রিল ০৭, ০১:০৯ অপরাহ্ন

একের পর এক চমক দেখাচ্ছে দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’। বক্স অফিস কাঁপিয়ে এবার সিনেমাটি বলিউডের আলোচিত সিনেমা ‘বজরঙ্গী ভাইজান’র রেকর্ড ভেঙে দিল!

‘বাহুবলী’খ্যাত নির্মাতা এস এস রাজামৌলির তেলুগু সিনেমাটি প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তোলে।


মাত্র তিনদিনেই এটি বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপি আয় করে। এবার ১১তম দিনে ‘আরআরআর’র আয় ৯৩৯ কোটি, যেখানে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সালমান খান অভিনীত ‘বজরঙ্গী ভাইজান’র মোট আয় ছিল ৯০২ কোটি ৮০ লাখ রুপি। ১১ তম দিনেই সেই সিনেমার রেকর্ড ভেঙে ভারতের বক্স অফিসে সর্বকালের সেরা তিন সিনেমার একটি হিসেবে তালিকায় উঠে এলো ‘আরআরাআর’।

দুই তেলেগু মুক্তিযোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারাম রাজুর জীবনকাহিনী তুলে ধরা হচ্ছে ‘আরআরআর’ সিনেমায়। এতে অভিনয় করেছেন ভারতের দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর, রাম চরণ। আরও রয়েছেন আলিয়া ভাট ও অজয় দেবগণ।  

মোট ৬০০ কোটি রুপি বাজেটের ‘আরআরআর’ মুক্তির আগেই নাকি ৮০০ কোটি রুপি আয় করেছে। এরমধ্যে সিনেমা স্বত্ব বিক্রিসহ গানের আয়ও রয়েছে। উত্তর ভারতীয় স্বত্ব থেকে এটি পেয়েছে ১৩৫ কোটি।  


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework