আগামীকাল বোয়ালখালী আসছেন আল্লামা সৈয়দ সাবির শাহ

বােয়ালখালী প্রতিনিধি | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ অক্টোবর ৩০, ১২:৪৮ অপরাহ্ন

পবিত্র জশনে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে গাউছিয়া কমিটি বাংলাদেশ  বোয়ালখালী উপজেলা ও পৌর শাখা আয়োজিত  নেছারে মদিনা সুন্নী কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে যোগ দিতে দরবারে আলীয়া কাদেরিয়া ছিরিকোট শরীফের সাজ্জাদানশীন আওলাদে রসুল রাহনুমায়ে ত্বরিকত মুর্শিদে বরহক পীরে বাঙাল হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ সাবির শাহ (মঃ জিঃ আঃ) আগামীকাল  রবিবার বোয়ালখালী আসছেন ।

স্থানীয় গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ‍্যালয় ময়দানে বাদে আসর আয়োজিত এ অনুষ্ঠানে আঞ্জুমানে  রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট ও গাউছিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রিয় ও জেলা নেতৃবৃন্দগণ উপস্হিত থাকবেন।

এর আগে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ ময়দানে মহিলা বায়াত অনুষ্ঠানে যোগ দেবেন এবং এ দিন কনফারেন্স শেষে একই স্হানে এশার নামাজে ইমামতি করবেন তিনি।

উক্ত অনুষ্ঠানে  সুশৃঙ্খলভাবে যোগদানের জন‍্য আয়োজক কমিটির পক্ষ থেকে গাউছিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মুন্সি আগ্রহী ও সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework