পোস্ট কোভিট টর্মা শীর্ষক ওর্য়াকশপ অনুষ্ঠিত

টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ আগস্ট ২৯, ০৬:১৪ অপরাহ্ন

আসাদ গঞ্জ সুটকি ব্যবসায়ি সমিতি উদ্যোগে কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টার এর আয়োজনে পোস্ট কোভিট টর্মা শীর্ষক ওর্য়াকশপ অনুষ্ঠিত হয়।

রবিবার ২৯ আগস্ট সকাল ১১ টায় আসাদ গঞ্জ সুটকি পল্লীর সমিতি অফিসে কার্যালয়ে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথির ব্যক্তবে এস এম সাজ্জাদ হোসাইন  বলেন বাহিরের করোনা মনের ভেতর অস্থিরতা সৃষ্টি করে। যা দেহ মনে প্রভাব পরে আর এর থেকে উত্তলন জন্য প্রয়োজন নিজেকে স্থির করা ধ্যান চর্চার মাধ্যমে নিজেকে এই সব অমূলক  ভয় ভিত্তি থেকে  জয় করার কাজই করছে কোয়ান্টাম ফাউন্ডেশন।


আসাদ গঞ্জ সুটকি ব্যবসায়ি সমিতির ওসমান হায়দার রানা সঞ্চালয়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টার এর আর্গানিয়ার কোয়ডিনেশন  এস এমসাজ্জাদ হোসাইন,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চসিক এর ৩৪ নং ওয়াড কাউন্সিলর পুলক খাস্তগীর,কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টার এর অর্গানিয়ার দেবাশীষ পাল দেবু,আসদা গঞ্জ ব্যবসায়ি আড়তদার ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework