করোনার: চট্টগ্রামে একদিনে আরও ১৪৭ রোগী শনাক্ত, মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ ডিসেম্বর ০৬, ১১:২১ পূর্বাহ্ন
চট্টগ্রামে ১ হাজার ২৫৫ জনের জনের নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘণ্টায় ১৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৩৩ জন নগরের ও ১৪ জন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ২৬ হাজার ৪১০ জন। আজ রোববার (৬ ডিসেম্বর) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন জানান, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬৩৯ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫৮৩ জনের নমুনা পরীক্ষা করে ১১১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১২ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা ধরা পড়েছে। জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২০ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের দেহে করোনা পাওয়া গেছে। উল্লেখ্য, এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩২২ জন; এর মধ্যে ২২৭ জন নগরের ও ৯৫ জন উপজেলার বাসিন্দা।

সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework