চট্টগ্রাম মেডিকেলে কেন নেই স্থায়ী কোনো ডোম?

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ মার্চ ০২, ১২:৫৬ অপরাহ্ন

অবিশ্বাস্য হলেও সত্যি, চট্টগ্রাম মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে ডোমের কোনো পদই নেই। একজন মাত্র অস্থায়ী কর্মচারীর মাধ্যমে জোড়াতালি দিয়ে চলছে মরদেহ কাটার কাজ। তিনি বেঁকে বসলেই মর্গে তৈরি হয় অচলাবস্থা। পদ না থাকায় নিয়োগ দেয়া যাচ্ছে না স্থায়ী ডোম।

অস্থায়ী এবং একমাত্র ওই ডোম একদিন কাজে যোগ না দিলে কী হতে পারে, গত রোববারের সৃষ্ট পরিস্থিতিই তার বড় প্রমাণ। বন্ধ হয়ে যায় ময়নাতদন্ত, জমে যায় মরদেহের স্তুপ।

২০০৬ সাল পর্যন্ত মরদেহ কাটতেন নেপাল দাশ। তার মৃত্যুর পর গত ১৬ বছর ধরে এ কাজ করছেন তারই শিষ্য কদম আলী। তিনিও নিয়োগপ্রাপ্ত নন অর্থাৎ অস্থায়ী কর্মচারী। সবেধন নীলমনি কদম আলী ডোমের মাসিক মজুরি মাত্র সাড়ে ৩ হাজার টাকা। বছরের পর বছরেও মজুরি না বাড়ায় ক্ষুব্ধ হয়ে গত রোববার ও সোমবার দুদিন কাজে যোগ দেননি তিনি। বিকল্প হিসেবে ফরেনসিক ও প্যাথলজি বিভাগের দুই কর্মীকে দায়িত্ব দিলেও তারা মরদেহ কাটায় অদক্ষ বলে সংকট থেকেই যায়।

দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজে জনবল নিয়োগ বন্ধ। চট্টগ্রাম মেডিকেল কলেজেরে অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার জানালেন, সরকারিভাবে মেডিকেল কলেজিটিতে সৃষ্টি হয়নি ডোমের পদ। একজন মাত্র অস্থায়ী কর্মচারীকে সামান্য মজুরি দিয়ে জোড়াতালি দিয়ে চলছে মরদেহ কাটা ও ময়নাতদন্ত কার্যক্রম।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework