চট্টগ্রামে একদিনে শনাক্ত ৪৫১ জন, মৃত্যু ৬

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২১ জুলাই ২৩, ১০:০৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৫১ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬ জন।  
 
শুক্রবার (২৩ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়।


নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকার ২৩৭ জন এবং উপজেলায় ২১৪ জন।  

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি টুয়েন্টিফোরটিভিকে জানান, চট্টগ্রামের ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।


এদিন চবি ল্যাব, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাব ও এপিক হেলথ কেয়ার ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।  

বিআইটিআইডি ল্যাবে ৬৮০টি নমুনা পরীক্ষায় ১৯৪ জন, চমেক ল্যাবে ১৫৪টি নমুনা পরীক্ষা করে ৮৩ জন, সিভাসু ল্যাবে ৬৮টি নমুনা পরীক্ষায় ২৬ জন, ১৬৫টি অ্যান্টিজেন টেস্টে ৫৯ জন, শেভরন ল্যাবে ১৩৭টি নমুনা পরীক্ষা করে ৫৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৩টি নমুনা পরীক্ষা করে ২৪ জন, আরটিআরএল ল্যাবে ২৫টি নমুনা পরীক্ষায় ১০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।


মৃত্যুবরণকারী ৬ জন নগরের বাসিন্দা। এ পর্যন্ত করোনায় ৮৬৮ জনের মৃত্যু হয়েছে।


এর মধ্যে নগরের ৫৩৬ জন এবং উপজেলার ৩৩২ জন। চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান। সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ২৬১ জন।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework