চট্টগ্রামে একদিনে শনাক্ত ৮০২জন, মৃত্যু ৯

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২১ জুলাই ১৬, ১২:৩৬ পূর্বাহ্ন

 

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন মারা গেছেন ৯ জন। এর মধ্যে ৮ জন উপজেলার এবং ১ জন নগরের বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, এদিন নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৫৪৭টি। নতুন আক্রান্তদের মধ্যে ৪৫২ জন নগর এলাকার এবং ৩৫০জন উপজেলা এলাকার বাসিন্দা। 

উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হাটহাজারী উপজেলায়, আক্রান্ত ৭৬ জন। এছাড়া রাঙ্গুনিয়া ৪৭ ফটিকছড়িতে ৩৯ জন, রাউজানে ৩৩ জন, মিরসরাইয়ে ৩০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

 

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বিধিনিষেধ শিথিল করা হয়েছে। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। অন্যথায় সংক্রমণের লাগাম টানা সম্ভব নয়।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework