বৃহস্পতিবার, ২০২৫ আগস্ট ১৪, ৩০ শ্রাবণ ১৪৩২
#
মহানগর মহানগর

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৭২৯ জন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ ফেব্রুয়ারী ০১, ১১:৫৪ পূর্বাহ্ন
#

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৮৯টি নমুনা পরীক্ষা করে ৭২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন করোনায় তিনজন মারা গেছেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৫৩০ জন নগরের ও ১৯৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৪৩ জন।

এর মধ্যে নগরের ৮৭ হাজার ৮০৭ জন এবং উপজেলার ৩২ হাজার ৬৩৬ জন। এ ছাড়া মোট মারা যাওয়া ১ হাজার ৩৫৮ জনের মধ্যে ৭৩৩ জন নগরের এবং ৬২৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video