চট্টগ্রামে ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২২ মে ০৮, ১২:৫৩ অপরাহ্ন

চন্দনাইশের পশ্চিম এলাহাবাদ এলাকায় রেজিয়া বেগম (৫৪) নামের এক গৃহবধূ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি এলাহাবাদ এলাকার রিকশাচালক আবদুস সাত্তারের স্ত্রী।

শনিবার (৭ মে) রাতে পশ্চিম এলাহাবাদের বাতুয়ারপাড়ায় এ ঘটনা ঘটে।  

জানা গেছে, গৃহবধূ রেজিয়া বেগম শনিবার সন্ধ্যায় তার বাড়িতে ছুরিকাহত হন। পরে তার কান্নাকাটিতে স্থানীয়রা ছুটে আসেন। তারা রেজিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান রেজিয়া।

চন্দনাইশ থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, এলাহাবাদ এলাকায় ছুরিকাঘাতে রেজিয়া বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework