চট্টগ্রামে নতুন শনাক্ত ৫০ জন, মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ সেপ্টেম্বর ১৯, ১০:৩০ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় নগর ও ১৪ উপজেলায় ১ হাজার ৬১৮টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের ৩০ জন, বিভিন্ন উপজেলার ২০ জন।

এদিন মারা গেছেন ২ জন।

রবিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৩টি, বিআইটিআইডিতে ৫৩৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ১৭৫টি, কক্সবাজার মেডিক্যাল কলেজে ৫টি, শেভরনে ৫৭৫টি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১০৩টি, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৭টি, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৩টি, ইপিক হেলথ কেয়ারে ৭৫টি এবং ল্যাব এইডে ২টি।  

এ পর্যন্ত নগরে ৭৩ হাজার ৩৮৭ এবং উপজেলায় ২৭ হাজার ৮৯৮ জন মিলে মোট ১ লাখ ১ হাজার ২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে চট্টগ্রামে।

এর মধ্যে নগরে ৭০৮ জন ও উপজেলায় ৫৭৩ জন মিলে মোট ১ হাজার ২৮১ জন মারা গেছেন।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework