নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি প্রকাশিত : মঙ্গলবার, ২০২০ জুলাই ২১, ০৯:০৪ অপরাহ্ন
#
ভারি বর্ষণ অব্যাহত থাকায় চট্টগ্রাম নগরীর পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপনকারীদের সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
আজও নগরীতে টানা বৃষ্টি হয়েছে। এতে নগরীর কয়েকটি এলাকায় কিছু সময়ের জন্য জলাবদ্ধতার সৃষ্টি হয়।
এ পরিস্থিতিতে লালাখান বাজার এলাকার মতিঝর্ণা, বাটালি হিল, একে খান পাহাড়, ট্যাংকির পাহাড়, আমিন জুট মিলস এলাকা, রউফাবাদ, খুলশী, পাহাড়তলি, ফয়েজ লেক আকবর শাহ এলাকার ঝিল-১,২,৩ নং এলাকা, জিয়ানগর, মধ্যমনগর, মুজিব নগর, শান্তিনগর এলাকা, কৈবল্যধাম বিশ্বকলোনী এলাকা, ফিরোজ শাহ এলাকা, ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট এলাকা, বায়েজিদ ফৌজদারহাট সিডিএ লিংক রোড এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানিয়ে মাইকিং করা হয়।
নগরের কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদু্ল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে সরে যেতে মাইকিং করা হচ্ছে। এছাড়া মানুষ যাতে নিরাপদে অবস্থান নিতে পারে সে জন্য চান্দগাঁও, বাকলিয়া, আগ্রাবাদ এবং কাট্টলী সার্কেল এলাকায় মোট ১৯টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ছয়টি সার্কেলের সহকারী কমিশনাররা (ভূমি) স্থানীয় কাউন্সিলরদের সাথে সমন্বয় করে এই কাজ তদারকি করেন।
মন্তব্য করুন