চট্টগ্রামে বঙ্গবন্ধুর ভাস্কর্য-ম্যুরাল সুরক্ষায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২০ ডিসেম্বর ০৭, ০৩:২৯ অপরাহ্ন
কুষ্টিয়ায় জাতির জনকের ভাস্কর্য ভাঙার ঘটনায় চট্টগ্রামের বিভিন্ন এলাকায় স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরালের সুরক্ষায় মাঠে নেমেছে পুলিশ। সোমবার (৭ ডিসেম্বর) নগরের হালিশহর বড়পোল মোড়ে স্থাপিত ‘বজ্রকণ্ঠ ভাস্কর্য’ ও অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ঘিরে পুলিশকে টহল দিতে দেখা গেছে। সিএমপি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম প্রেস ক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, জামালখান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, পুরাতন রেল স্টেশন প্রাঙ্গণসহ যেসব স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য, ম্যুরাল ও মনুমেন্ট রয়েছে-সেখানে পুলিশী টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। সব থানার ওসিদের নিরাপত্তা জোরদার করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সিএমপির উপ-পুলিশ কমিশনার (সিটি এসবি) আবদুল ওয়ারিশ খান জানান, পুলিশ সদর দফতরের নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম রেঞ্জ ও সিএমপির সব থানার ওসিরা মাঠে আছেন। ভাস্কর্য-ম্যুরাল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework