মঙ্গলবার, ২০২৫ আগস্ট ০৫, ২০ শ্রাবণ ১৪৩২
#
মহানগর মহানগর

চমেক হাসপাতালের জরুরি বিভাগে হঠাৎ হামলা, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২১ মার্চ ২৬, ০৮:২০ অপরাহ্ন
#
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে হঠাৎ হামলা চালিয়ে ভাঙচুর করেছে একদল যুবক। শুক্রবার (২৬ মার্চ) বিকেল ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ১৫-২০ জনের একটি দল ঢুকে ভাঙচুর চালান বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির। তিনি বলেন, হাটহাজারীতে সংঘর্ষের ঘটনায় আহত ৪ জনকে হাসপাতালে আনার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এতে ক্ষুব্ধ হয়ে মরদেহের সঙ্গে থাকা স্বজনরা জরুরি বিভাগে ভাঙচুর চালান। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, ১৫-২০ জনের একটি দল হঠাৎ এসে হাসপাতালে হামলা চালান। ভাঙচুর করেন। এ সময় জরুরি বিভাগের ওয়ার্ড সর্দার মো. এনায়েত আহত হন। জরুরি বিভাগের ওয়ার্ড সর্দার মো. এনায়েত বলেন, হঠাৎ একদল যুবক এসে আমাদের উপর হামলা চালিয়েছে। তারা আমার মুখে আঘাত করেছে। জরুরি বিভাগে ভাঙচুর চালিয়ে পালিয়েছে।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video