দোষী হলে বাবুনগরীর শাস্তি চান আল্লামা শফীর শ্যালক

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২০ ডিসেম্বর ২৬, ০৪:১৩ অপরাহ্ন
হেফাজত ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুর ঘটনায় পরিবারের দায়ের করা মামলায় বর্তমান আমির বাবুনগরী দোষী হলে তার শাস্তি দাবি করেছেন আল্লামা শফীর শ্যালক মো. মঈন উদ্দিন। শনিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। তিনি বলেন, আদালতে মামলা হয়েছে। পিবিআই তদন্তের দায়িত্ব পেয়েছে। তদন্তে দোষীরা চিহ্নিত হবেন। কিন্তু দুঃখের বিষয়, জুনায়েদ বাবুনগরী গংরা মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে। শফীর শ্যালক বলেন, ‘মামলা নিয়ে তাদের এত ভয় কেন? যদি তারা নির্দোষ হয়ে থাকেন তাহলে আমাদেরকে মামলা প্রত্যাহারের হুমকি কেন দেওয়া হচ্ছে? আমরা হুমকির প্রতিবাদ জানাচ্ছি, পাশাপাশি সরকারের কাছে আবেদন জানাচ্ছি- যাতে মামলাটি দ্রুত বিচার আইনে হয়। ’ মামলার বাদি মঈন উদ্দিন বলেন, ‘জুনায়েদ বাবুনগরী যদি নির্দোষ হন তাহলে আমাদের কোনো রাগ বা অভিমান নেই। কিন্তু তিনি যদি দোষী হন তাহলে তার শাস্তি ও ফাঁসি দাবি করছি। ’ আল্লামা শফির মৃত্যুর আগে দুইদিন ধরে চলা ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসা কী ঘটেছে তা সবাই জানে। কওমি ভিশন নামে অনলাইন টিভির মাধ্যমে জুনায়েদ বাবুনগরী হাটহাজারী মাদ্রাসায় অবস্থান করে সব লাইভে প্রচার করেছেন। সে সময় আহমদ শফীর রুম কীভাবে ভাঙচুর এবং লুট করা হয়েছে সেটি সবাই দেখেছেন। মাওলানা নাছির উদ্দিন মুনীর, মীর ইদ্রিস, মাওলানা শহীদুল্লাহ, ইনআমুল হাসান, জুনায়েদ বাবুনগরীর উপস্থিতিতে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক পদ থেকে আহমদ শফীকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। ’ এর আগে গত ১৭ ডিসেম্বর ৩৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয় আদালতে। এর প্রতিবাদে গত ২৩ ডিসেম্বর জুনাইদ বাবুনগরী সংবাদ সম্মেলন করে আল্লামা শফীর মৃত্যু স্বাভাবিক ছিল বলে দাবি করেন।

সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework