নোয়াখালীতে বিবস্ত্র করে নির্যাতন, শারীরিক সম্পর্ক ও টাকা না দেয়ায় ভিডিও ছেড়ে দেয়া হয়

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২০ অক্টোবর ০৫, ১১:৫৯ পূর্বাহ্ন
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত বাদলসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী পুলিশকে জানায়, বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূর কাছে টাকা দাবি ও শারীরিক সম্পর্ক করার জন্য চাপ দেয় অভিযুক্তরা। এভাবে একমাস ধরে ভয় দেখাতে থাকে। পরে এদের ভয়ে ওই গৃহবধূ নিজের বসত বাড়ি ছেড়ে অন্য এলাকার আত্মীয়ের বাড়িতে পালিয়ে যান। এরপরই ঘটনার একমাস পর ওই নির্যাতনের ভিডিও ফেসবুকে প্রকাশ করে দেয় অভিযুক্তরা। গতকাল রোববার প্রকাশের পর ভিডিও ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় রাতে ঢাকা থেকে প্রধান আসামি বাদল ও নারায়ণগঞ্জ থেকে আরেক আসামি দেলোয়ার বাহিনীর প্রধান দেলওয়ারকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব। বাকি ৩ আসামি ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এর আগে রোববার রাতে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আটক রহিম। বর্বর এ ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা হয়েছে। গৃহবধূর স্বজনরা জানায়, স্বামী অন্যত্র বিয়ে করায় বেগমগঞ্জে বাবার বাড়িতেই থাকতেন নির্যাতনের শিকার নারী। দীর্ঘদিন পর গত ২ সেপ্টেম্বর স্ত্রী’র সাথে দেখা করতে আসেন স্বামী। এসময় অনৈতিক কাজের অভিযোগ এনে গৃহবধূকে মারধর করে স্থানীয় কয়েকজন যুবক। বিবস্ত্র করে ধারণ করে ভিডিও। এমনকি এসময় ওই গৃহবধূর স্বামীকে বেঁধে রেখে আসামিরা তাঁকে ধর্ষণের চেষ্টা করে।

সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework