বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, আটক ৫

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ Jun ১৫, ০১:২১ অপরাহ্ন

নগরের কাজীর দেউড়িতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদল আয়েজিত তারুণ্যের সমাবেশে যাওয়ার সময় লাঠিসোটা দিয়ে বঙ্গবন্ধুর স্থিরচিত্রের ট্যাম্পার্ড ও ম্যুরাল ভাঙচুরের অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৪ জুন) সন্ধ্যায় নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

আটক ৫ জন হলেন যুবদল কর্মী মো. মাহবুব সিদ্দিকী, ছাত্রদল কর্মী মো. এরফান, যুবদল কর্মী নুরুল ইসলাম প্রকাশ মাসুম, যুবদল কর্মী মো. ইমন খান এবং মো. মহিউদ্দিন হাসান ইমন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘তারা সমাবেশে যাওয়ার পথে কোতোয়ালি থানার জামালখান এলাকায় বিভিন্ন দেওয়ালে অঙ্কিত বঙ্গবন্ধুর বর্নাঢ্য রাজনৈতিক জীবনের স্থিরচিত্র সম্বলিত চল্লিশটি ট্যাম্পার্ড, গ্লাস, ম্যুরাল, নৌকার প্রতীক ভাঙচুর করে।

 
তিনি আরও বলেন, জামাল খান থেকে যাওয়ার পথে আসকারদিঘী এলাকায় আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রের কাঁচের নাম ফলক, সিসি ক্যামেরা ও মানবতার দেয়ালও ভাঙচুর করা হয়। এই ঘটনায় তৎক্ষনাৎ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework