ভ্যাট ও আয়কর প্রশাসনের হয়রানি বন্ধের দাবি স্বর্ণ ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ ডিসেম্বর ০৬, ০২:৪২ অপরাহ্ন
ভ্যাট ও আয়কর প্রশাসনের হয়রানি বন্ধ না হলে স্বর্ণের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন ‘বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম শাখা’। রোববার (৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই হুঁশিয়ারি দেন। জুয়েলার্স সমিতি, চট্টগ্রামের সভাপতি মৃনাল কান্তি ধর সংবাদ সম্মেলনে বলেন, করোনার সময় বেশিরভাগ জুয়েলারি ব্যবসায়ী দোকান বন্ধ রেখেছে। কেউ ব্যবসা করতে পারেনি। কিন্তু ভ্যাট ও আয়কর প্রশাসন বিভিন্ন সময় ভ্যাটের জন্য ব্যবসায়ীদের হয়রানি করছে। কিন্তু নিয়ম হলো, কোনো ব্যবসায়ী ভ্যাট না দিলে তাকে দুইবার নোটিশ প্রদান করতে হবে। কিন্তু সেটি না করে তারা ব্যবসায়ীদের হয়রানি করছে। অবিলম্বে তা বন্ধ না হলে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। সংবাদ সম্মেলনে জুয়েলার্স সমিতি চট্টগ্রাম শাখার নেতারা উপস্থিত ছিলেন।

সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework