মুক্তিযোদ্ধাদের ঘরে ঘরে ঈদ উপহার নিয়ে যাচ্ছে বায়েজিদ থানা ছাত্রলীগ

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৩ এপ্রিল ১৮, ০৫:০৫ অপরাহ্ন

চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের ঘরে ঘরে যাচ্ছে ঈদ উপহার। এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের কাছে এসব ঈদ উপহার পাঠানো হচ্ছে।

ঈদ উপহারের মধ্যে রয়েছে- পাঞ্জাবি, লুঙ্গি, দুই পদের সেমাইসহ নানা উপকরণ।

চট্টগ্রামের বায়েজিদ থানা ছাত্রলীগের আহ্বায়ক সুলতান মাহমুদ ফয়সালের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা উপহার নিয়ে যাচ্ছেন মুক্তিযোদ্ধাদের ঘরে ঘরে।

জানতে চাইলে বায়েজিদ থানা ছাত্রলীগের আহ্বায়ক সুলতান মাহমুদ ফয়সাল বলেন, ‘মুক্তিযোদ্ধাদের অনেকে বেঁচে নেই। যারা বেঁচে আছেন তারাও অসুস্থ। আর কিছুদিন পর হয়তো একজনও বেঁচে থাকবেন না। গত বছর যাদের ঈদ উপহার দিতে গিয়েছিলাম, তাদের কেউ কেউ এ বছর বেঁচে নেই। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবনবাজি রেখে এই দেশকে একটি স্বাধীন দেশ হিসেবে আমাদের দিয়ে গেছেন যারা, তাদের প্রতি সম্মান প্রদর্শন আমাদের দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘ছাত্ররাজনীতির সৌন্দর্যই হলো দেশমাতৃকার জন্য নিয়োজিত থাকা। মুক্তিযোদ্ধাদের সম্মানিত করাও দেশপ্রেমের অন্যতম চেতনা। তাই ঈদ উপলক্ষে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে মুক্তিযোদ্ধাদের ঘরে উপহার নিয়ে আমরা তাদের সম্মান জানানোর চেষ্টা করছি।’


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework