লোহাগাড়া থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ জুলাই ০৬, ০৩:০৭ অপরাহ্ন

চট্টগ্রামের লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান বলেছেন, পুলিশ জনগণের বন্ধু, পুলিশকে বন্ধু হিসেবে ভাবুন, আমরা আপনাদের বন্ধু হিসেবে গ্রহণ করবো। আপনার এলাকার মাদক ব্যবসায়ী, গরু চোরসহ যেকোনো অবৈধ কাজে জড়িতদের সঠিক তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করুন। আপনি তথ্য দিলে আপনার এলাকা থেকে অপরাধ কমে যাবে। এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আপনাদের যেকোনো অভিযোগ সরাসরি থানায় এসে আমাদের জানাতে পারবেন। মনে রাখবেন থানায় যেতে কাউকে নিয়ে যেতে হয়না। আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা। কোন মাধ্যম ছাড়া থানায় যেতে পারবেন। আপনার সেই অধিকার আছে।

তিনি আরো বলেন, রাত ১২টার পর এলাকায় কোন অপরিচিত লোক দেখলে তার তথ্য নিবেন। তাকে অপরাধী মনে হলে আটকে রেখে থানায় খবর দিবেন। তবে, তার গায়ে হাত তুলা যাবেনা। আইন আপনাকে সেই ক্ষমতা দেয়নি। গরু চুরি ঠেকাতে স্থানীয় মেম্বার, চৌকিদারদের রাত জেগে একটু পাহারা দিতেও অনুরোধ করেছেন তিনি। 

মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার পদুয়া ৩নং ওয়ার্ডস্থ মেহের আলী মুন্সির পাড়া সংলগ্ন একটি মাঠে থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত বিট পুলিশিং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশীদের সভাপতিত্বে স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ এহছান ও মাওলানা আবুল মকছুমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার ওসি তদন্ত মুহাম্মদ সাইফুল ইসলাম, পদুয়ার বিট অফিসার এসআই শামছুদ্দৌহা, সহকারী বিট অফিসার এ.এসআই মুহাম্মদ মহিউদ্দিন খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ফরিদ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বাবুলসহ আরো অনেকেই।

এছাড়াও অনুষ্ঠানে মেহের আলী মুন্সির পাড়ার প্রবীণ মুরব্বি হাফেজ মুহাম্মদ মাহফুজ, স্থানীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মোমেন, সাবেক ইউপি সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা নাছির উদ্দীন বাবুল,ওয়ার্ড আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক বিপ্লব দাশ, মাষ্টার মুহাম্মদ ইসমাইলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework