শেখ কামাল যুব গেমস আন্ত: উপজেলার উদ্বোধন


প্রকাশিত : সোমবার, ২০২৩ জানুয়ারী ০২, ০৩:২০ অপরাহ্ন

শিরোনাম:  প্রধানমন্ত্রী ক্রীড়াকে অনেক বেশি ভালোবাসেন, শেখ কামাল যুব গেমস আন্ত: উপজেলার শুভ উদ্বোধনে আজম নাসির।

মাঠে সারি সারি বেলুন, এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্ধোধন হয়ে গেল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ আন্ত উপজেলা।

সোমবার (২ জানুয়ারী) সকালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রসাশক আবু বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এবং অনুষ্ঠানের উদ্বোধন করেন সিজেকেএস এর সাধারণ সম্পাদক এবং সাবকে মেয়রর আজম নাছির উদ্দিন।


এসময় সাবেক মেয়র বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে ও ক্রীড়াকে আরো এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছে তার সরকার।

পরে স্টেডিয়াম মাঠে মনোরম সাংস্কৃতিক পরিবেশন উপভোগ করেন। 

এবার বাংলাদেশে যুব গেমস ২০২৩ এর আন্ত উপজেলা পর্বে অংশগ্রহণ করে ১৫ ট উপজেলা, যা পরবর্তীতে অনুষ্ঠিত হবে বিভাগীয় পর্যায়ে। 

এসময় অনুষ্ঠানে আবু সিরাজউদ্দিন মুহাম্মদ আলমগীর, লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান, সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শামীমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework