সলিমপুরের পাহাড়খেকো ইয়াসিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ জুলাই ১৮, ০৫:১১ অপরাহ্ন

কোতোয়ালী থানা এলাকা থেকে সলিমপুরের সন্ত্রাসী ও পাহাড়খেকো ইয়াসিনকে গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার (১৮ জুলাই) ১টার দিকে সীতাকুণ্ডের আলীনগরের সম্রাট খ্যাত ইয়াসিনকে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শকের (তদন্ত) নেতৃত্বে পুলিশের একটি টিম গ্রেফতার করে।
 
গত ১৫ জুলাই বিকেলে সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন উদ্যোগে সমন্বিত প্রাথমিক সমীক্ষার অংশ হিসেবে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে যান। এ সময় আলীনগর প্রান্তে ইয়াসিন বাহিনীর নেতৃত্বে পরিদর্শন টিমের গাড়ি বহর থেকে স্থানীয় মেম্বারকে নামিয়ে মারধর করে। এ ঘটনায় মেম্বারের ভাই বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকে ইয়াসিন পলাতক।  

জানা গেছে, ইয়াসীন সীতাকুণ্ডে ভূমিদস্যু ও পাহাড়খেকো হিসেবে পরিচিত। সে দীর্ঘদিন সলিমপুর এলাকায় সরকারি ও ব্যক্তিমালিকানার জায়গা দখলের রাজত্ব কায়েম করে। ইয়াসিন আমিন জুট মিলের কর্মচারী ছিলেন। তার বাবা সিএনজিচালক। তার নামে হত্যা, গুম, সরকারি জায়গা দখলসহ নানা অভিযোগের ভিত্তিতে অসংখ্য মামলা রয়েছে।  

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে ইয়াছিন নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।  

 


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework