সাত দিনব্যাপী নগরীর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ জুলাই ২৬, ০৬:২৯ অপরাহ্ন

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও ইউনিসেফ বাংলাদেশ (চট্টগ্রাম) এর উদ্যোগে সাতদিন ব্যাপী চলা নগরীর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।

গত ১৮ - ২৬ জুলাই  নগরীর স্টেশন রোডস্থ হোটেল সৈকতে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রতিদিন ছয়টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণির  প্রতিনিধি ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কমিশনারগণ উপস্থিত ছিলেন। এভাবে নগরীর ৪১ ওয়ার্ডের প্রায় ৪০০ জন প্রতিনিধি এবং সংরক্ষিত ও সাধারণ আসন মিলিয়ে ৫৫ জন কমিশনার পয়ঃপর্জ্য নিয়ে তাদের মতামত উপস্থাপন করেন।

এতে চট্টগ্রাম সিটি করপোরেশন ও ইউনিসেফ বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় নগরীর পয়ঃবর্জ্য নিয়ে সচিত্র প্রতিবেদনের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়। এছাড়া উপস্থিত বিভিন্ন ওয়ার্ডের নাগরিকদের পয়ঃবর্জ্যকে কিভাবে সম্পদে রুপান্তর করা হবে সেটি নিয়ে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।

সাতদিন ব্যাপী চলা এই সভায় বক্তারা বলেন, পয়ঃপর্জ্যের সঠিক নিষ্কাশন ও প্রক্রিয়াজাত করে তা কৃষিক্ষেত্রে ব্যবহার উপযোগী সার তৈরীর উপর গুরুত্ব দিতে হবে। সনাতন পদ্ধতিতে সেফটিক ট্যাংক পরিষ্কার না করে আধুনিক পদ্ধতিতে পরিষ্কার করার পরামর্শ দেন বক্তারা। এছাড়া সেফটিক ট্যাংক পরিষ্কার করে তা নালা নর্দমায় না ফেলে সিটি করপোরেশনের ভ্যাকুয়াম গাড়ির মাধ্যমে সংগ্রহ করে তা শোধনাগারে পাঠানোর উপর জোর দেন। মানব সৃষ্ট এই বর্জ্যকে প্রাকৃতিক গ্যাসে রূপান্তর করা যায় কি না তা নিয়ে আরও গবেষণা করার পরামর্শ দেয়া হয় সভা থেকে । পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে পাড়া মহল্লায় ছোট ছোট উঠান বৈঠক কিংবা ভলান্টিয়ারদের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে গিয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে বলে মত দেন আলোচকরা। 


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework