সীতাকুণ্ডে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ১৭

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২২ Jun ০৫, ০৯:৩৫ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে কন্টেইনার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে তিন জন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা এ তথ্য জানান।  

তিনি বলেন, এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করেছি।

এর মধ্যে ৩ জন ফায়ার সার্ভিসের সদস্য রয়েছে। শুধু সকাল থেকেই ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এখনও উদ্ধার অভিযান চলেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।

বিভিন্ন সুত্রে জানা গেছে, ১৪ জন চমেক হাসপাতালে, ১ জন পার্কভিউ হাসপাতালে এবং আরও ২ জনের মরদেহ পথে হাসপাতালের উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য,  গতকাল রাতে সীতাকুণ্ডে একটি কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। হাইড্রোজেন পার অক্সাইড নামে গ্যাস ভর্তি একটি কনটেইনারে এ বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework