টয়লেটে মুঠোফোন নিলে যেসব রোগ হতে পারে

লাইফস্টাইল ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ ফেব্রুয়ারী ২২, ১১:৫৫ পূর্বাহ্ন

মোবাইল ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। বলতে গেলে এখন অনেকেই টয়লেটে মোবাইল নিয়ে যান। কিন্তু টয়লেটে মোবাইল ব্যবহার করা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। ছবি: সংগৃহীত

  • ভিজা পরিবেশে ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে, পাশাপাশি ক্রমাগত মোবাইল ব্যবহারের ফলে তার তাপমাত্রা এমনিতেই বেশি থাকে। এই তাপমাত্রাও ব্যাকটেরিয়াদের সাহায্য করে দ্রুত বংশবৃদ্ধি করতে। তাই টয়লেটের যেখানে-সেখানে মোবাইল রাখা মানেই তাতে ব্যাকটেরিয়ার সংক্রমণ। ছবি: সংগৃহীত
     

    ভিজা পরিবেশে ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে, পাশাপাশি ক্রমাগত মোবাইল ব্যবহারের ফলে তার তাপমাত্রা এমনিতেই বেশি থাকে। এই তাপমাত্রাও ব্যাকটেরিয়াদের সাহায্য করে দ্রুত বংশবৃদ্ধি করতে। তাই টয়লেটের যেখানে-সেখানে মোবাইল রাখা মানেই তাতে ব্যাকটেরিয়ার সংক্রমণ। ছবি: সংগৃহীত

  • টয়লেটে ই.কোলি, সালমোনেল্লা, সি ডিফিসাইলের মতো জীবাণুর অবাধ যাতায়াত। তাই মোবাইল বাথরুমে নিয়ে যাওয়া মানে মোবাইলে এই সমস্ত ব্যাকটেরিয়ার সংক্রমণ। আপনি যখন ফ্লাস টিপছেন, টয়লেটের দরজা ধরছেন, কল ব্যবহার করেছন, সেই জায়গায় লেগে থাকতে পারে এই জীবাণু। তারপর আপনি মোবাইলে হাত দিলে সেই জীবাণু মোবাইলে চলে এল। মোবাইলের স্ক্রিনে থাকা ব্যাকটিরিয়া আপনার কান, মুখ, নাক, চোখে প্রবেশ করতে পারে সহজেই। ছবি: সংগৃহীত
     

    টয়লেটে ই.কোলি, সালমোনেল্লা, সি ডিফিসাইলের মতো জীবাণুর অবাধ যাতায়াত। তাই মোবাইল বাথরুমে নিয়ে যাওয়া মানে মোবাইলে এই সমস্ত ব্যাকটেরিয়ার সংক্রমণ। আপনি যখন ফ্লাস টিপছেন, টয়লেটের দরজা ধরছেন, কল ব্যবহার করেছন, সেই জায়গায় লেগে থাকতে পারে এই জীবাণু। তারপর আপনি মোবাইলে হাত দিলে সেই জীবাণু মোবাইলে চলে এল। মোবাইলের স্ক্রিনে থাকা ব্যাকটিরিয়া আপনার কান, মুখ, নাক, চোখে প্রবেশ করতে পারে সহজেই। ছবি: সংগৃহীত

  • মোবাইলের কভার রাবারের তৈরি, সেখানে বাসা বাঁধে একাধিক ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটিরিয়া। টয়লেটের ফ্লাশ, কল বা দরজার লক ব্যবহারের পর মোবাইলের স্ক্রিনে হাত দিলে সেখানেও জন্মাতে পারে সালমোনেল্লার মতো ভয়ানক ব্যাকটিরিয়া, যা থেকে হতে পারে টাইফয়েডের মতো রোগ। ছবি: সংগৃহীত
     

    মোবাইলের কভার রাবারের তৈরি, সেখানে বাসা বাঁধে একাধিক ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটিরিয়া। টয়লেটের ফ্লাশ, কল বা দরজার লক ব্যবহারের পর মোবাইলের স্ক্রিনে হাত দিলে সেখানেও জন্মাতে পারে সালমোনেল্লার মতো ভয়ানক ব্যাকটিরিয়া, যা থেকে হতে পারে টাইফয়েডের মতো রোগ। ছবি: সংগৃহীত


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework