রোজাদার ব্যাক্তি চোখে ওষধ ব্যবহার করতে পারবে কি?

ইসলাম ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৪ মার্চ ২৫, ০৫:৫৭ অপরাহ্ন

রোজা অবস্থায় চোখে মলমজাতীয় কোনো ওষুধ বা ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙবে না। চোখের কোনো প্রসাধনী ব্যবহার করলেও রোজার ক্ষতি হবে না। কারণ এগুলো পানাহারের অন্তর্ভুক্ত নয়। এর দ্বারা পানাহারের উদ্দেশ্যও সাধিত হয় না। চোখে ব্যবহৃত মলম বা ড্রপ সরাসরি পাকস্থলী বা মস্তিস্কেও যায় না।

চোখে মলম বা ড্রপ দেওয়ার পর যদি গলায় তার স্বাদ অনুভূত হয়; তবুও অতি স্বল্প মাত্রায় হওয়ার কারণে তা ধর্তব্য হবে না এবং রোজা ভাঙবে না। শরীরের অন্যান্য অঙ্গের ক্ষতস্থানে ওষুধ লাগালেও রোজার ক্ষতি হয় না।

তবে রোজা অবস্থায় নাকে ড্রপ ব্যবহার না করাই উচিত। কারণ ওষুধ গলার ভেতর চলে গেলে রোজা নষ্ট হয়ে যাবে আর নাকে ওষুধ দিলে সাধারণত গলায় চলেই যায়।

 


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework